‘ব্যতিক্রমী, দুর্দান্ত’, মোদির সঙ্গে বৈঠক শেষে বললেন অভিজিৎ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারকে দুর্দান্ত বলে ব্যাখ্যা করলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে কথা হয়েছে। আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘ সময় দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বললেন, দেশের সমস্যা সমাধানে তাঁর ভাবনার অভিমুখ। কীভাবে সরকার চালাতে চাইছেন, সব কিছু। যা অবশ্যই এক কথায় অসাধারণ এবং ব্যতিক্রমী। আমলাতন্ত্র নয়, তৃণমূলে গিয়ে সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষকে তিনি গুরুত্ব দিতে চাইছেন, এলিটরা নয়। সেই কারনেই আমলাতন্ত্রের খোল নলচে বদলাতে চাইছেন, যাতে পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে তুলে আনা যায়। তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় সরকারি নীতিতে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভাবনা ভাগ করে নেওয়া আমার অসাধারণ লেগেছে। আমি আর একবার তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন-দুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি

 

Previous articleদুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি
Next articleযাঁরা বাংলায় থাকেন, তাঁদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর