মঙ্গলবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। চোটের কারণে বিগত কয়েক মাস মাঠের বাইরে থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। একদিন আগে সিরিজ জিতে মঙ্গলবার রাতেই কলকাতায় ফিরেছেন তিনি। আর শহরে ফিরেই তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলার পাপালি বলেন, ‘চোট সারিয়ে এতদিন পরে দলে ফিরে বেশ ভাল লেগেছে। অধিনায়ক আমার ওপরে আস্থা রেখেছেন, এটাই আমার কাছে অনেক। এই আস্থা ভবিষ্যতেও রাখার চেষ্টা করব।’ এভাবেই কোহলিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাহা।

আরও পড়ুন – ফের জাতীয় দলের ব্লেজার পরে ‘নস্টালজিক’ সৌরভ
