আই লিগ শুরু ৩০ নভেম্বর, সম্প্রচার নিয়ে এখনও দোলাচাল

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে আই লিগ। শুক্রবার বৈঠক শেষে এমনটাই জানানো হয়েছে। তবে শুরুর দিন ঘোষণা হয়ে গেলেও টিভি সম্প্রচার নিয়ে এখনও প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেল। তবে আগামী সপ্তাহের মধ্যেই টিভি সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল যে, এ বছরের আই লিগ শুরু হবে ১৬ নভেম্বর। কিন্তু বিভিন্ন ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানায় যে, উৎসবের মরশুমে বিয়ান ভাড়া অনেক বেশি থাকে ও টিকিট পেতে অসুবিধে হবে। তাই দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখন একটাই প্রশ্ন ফুটবলমহলে যে, কোন টিভি চ্যানেলে সম্প্রচার হবে আই লিগ?

আরও পড়ুন – বৃষ্টিস্নাত যুবভারতীতে দুরন্ত জয় এটিকের

এই প্রশ্নের উত্তর এখনও না মিললেও জানা যাচ্ছে যে, নতুন টিভি চ্যানেল দেখানো হবে এই মরশুমের আই লিগ। এফএসডিএল-এর পক্ষ থেকে জানানো হয়, ‘স্টার’ এবং ‘ডি স্পোটর্স,’ দু’জনের সঙ্গে কথা চলছে। পরবর্তী সপ্তাহে ঠিক হবে কোথায় লিগ দেখা যাবে। তারপর চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করে হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’, থিমে-ইলিশে-প্রদর্শনীতে আপ্লুত মন্ত্রীও

Previous articleমুহূর্তের মধ্যেই ধসে গেল ফুটপাতের একটি অংশ, দেখুন সেই রোমহর্ষক ভিডিও
Next articleপ্রার্থী চোর-ডাকাত হলেও বিজেপিকেই ভোট দিন, বললেন ঝাড়খণ্ড সাংসদ