Thursday, January 15, 2026

শোভন ফিরছে তৃণমূলে? পার্থর বাড়িতে বৈশাখীর যাওয়া নিয়ে তুমুল জল্পনা

Date:

Share post:

দীপাবলির প্রাক্কালে শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন বিজেপি যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এদিন আচমকাই শোভন চট্টোপাধ্যায়ের ‘বিপদের বন্ধু’ বৈশাখী হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তার পরই শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, দু’জনের মধ্যে এদিন দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বৈশাখী বলেন, “আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম৷ কিন্তু কিছু তিক্ততা তৈরি হয়েছে৷ সেই কারণে আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছি৷ শোভনদাও দেখছি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন৷” পাশাপাশি শোভন-সখী বলেছেন, “আমি মনে করি, বিজেপি নেতৃত্ব যদি মনে করে, শোভনকে নিষ্ক্রিয় করে রাখবে, তাহলে তাঁরা তা করতে পারেন৷ আর তাঁরা যেভাবে তাঁকে সক্রিয় করে তুলবে ভাবেন, তাও তাঁরা করতে পারে৷ তাতে আমার কিছু বলার নেই৷’’

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বলেছেন, ” ‘‘পার্থদা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমাদের দু’জনের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ থাকবেই৷”

তিনি বলেন, “পার্থদার সঙ্গে আমার সম্পর্ক নিতান্তই ব্যক্তিগত৷ বিজয়ার পর দেখা হয়নি, তাই আজ প্রণাম করতে এসেছি। ওঁর কারণেই আমি কাজ করছি৷ তাই ওঁকে প্রণাম জানানো আমার কর্তব্য”। দিল্লি গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দেওয়ার পর বৈশাখীদেবীর এভাবে তৃণমূল মহাসচিবের বাড়িতে হাজিরা ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বৈশাখীদেবীর এ ধরনের কথার পরই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শোভনের বিজেপি ছাড়ার কথাই পার্থকে জানিয়ে গেলেন বৈশাখী?

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...