Friday, November 14, 2025

খড়গপুরের প্রার্থী বাছতে আজই জরুরি বৈঠকে তৃণমূল-সুপ্রিমো

Date:

Share post:

খড়গপুর বিধানসভা আসনটি বিজেপির দখলমুক্ত করতে সিরিয়াস তৃণমূল। বাড়িতে কালীপুজোর আবহ সত্ত্বেও আজ, সোমবার বিকেলে খড়গপুরের পাঁচ তৃণমূল নেতাকে নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জরুরি বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারিও। তৃণমূল সূত্রের খবর, এই বৈঠকেই চূড়ান্ত হবে দলীয় প্রার্থীর নাম। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে খড়গপুরের তৃণমূল নেতা রবিশংকর পান্ডে, খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান শেখ হানিফ, কাউন্সিলর জহরলাল পাল এবং দেবাশিস চৌধুরিকে। আজ এই নেতাদের সঙ্গেই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী এরকম বাড়িতে থাকেন! বিস্মিত ধনকড়

এদিকে এবারের তিনটি উপনির্বাচনেই কংগ্রেস-বাম জোট হিসেবে লড়বে। আগামী 25 নভেম্বর এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এর মধ্যে দু’টি, কালিয়াগঞ্জ ও খড়গপুরে কংগ্রেস প্রার্থী দেবে। করিমপুর নিচ্ছে বামেরা। ওদিকে কংগ্রেসের মধ্যেই দাবি উঠেছে, খড়গপুরে কংগ্রেস-বাম জোট প্রার্থী না দিয়ে তৃণমূল প্রার্থীকেই সমর্থন করুক। কারন রাজ্যে বিজেপিকে ঠেকানোই বিরোধী দলগুলির প্রধান লক্ষ্য। তাই এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে কং-বামের উচিত তৃণমূলকে সমর্থন করা। কারন, তুলনায় এই কেন্দ্রে অনেক শক্তিশালী তৃণমূলই। প্রদেশ কংগ্রেস সম্ভবত এই প্রস্তাবে রাজি হবেনা।

ওদিকে, বিজেপি সূত্রের খবর, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে খড়্গপুর শহর বিজেপির সভাপতি প্রেমচাঁদ ঝা প্রার্থী হতে চলেছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ এই প্রেমচাঁদ ঝা।

আরও পড়ুন – কালীপুজোর ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ পুলিশকর্মী

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...