সৌরভের আমন্ত্রণে ইডেনে আসছেন হাসিনা

আগামী ২২ নভেম্বর ইডেনে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট হবে। ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। তাই নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন আগেই। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী

হাসিন বলেছেন, ‘সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট। ও আমায় ফোন করেছে ২২ নভেম্বর ইডেনে খেলা দেখতে যাওয়ার জন্য। সৌরভ একে তো বাঙালি, তার ওপর ও একজন স্বনামধন্য ক্রিকেটার। তাই আমি ওর আমন্ত্রণ রাখতে ইডেনে ম্যাচ দেখতে যাব।’

আরও পড়ুন – সাকিব আর বুকির হোয়াটস অ্যাপে কী কথা হয়েছিল জানেন?

তবে এই আমন্ত্রণ রক্ষার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওইদিন ঢাকা থেকে সকাল সাতটার বিমান ধরে কলকাতায় আসবেন হাসিনা ও সেদিনই তিনি ফিরে যাবেন। তবে মোদির ইডেন ম্যাচে আসার কোনও সম্ভাবনা নেই বলেই সিএবি সূত্রের খবর। তবে মোদি না য়াসলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন ক্রিকেটের নন্দনকাননে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াপধ্যায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – জঙ্গিদের টার্গেট এবার বিরাট কোহলি, নিরাপত্তা বাড়লো টিম- ইন্ডিয়া’র

Previous articleকাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যার দায় মোদি সরকারের উপর চাপালেন সোমেন
Next articleফোনের বদলে স্টোন! বিজেপি সাংসদের সঙ্গে প্রতারণায় ধৃত ডেলিভারি বয়