প্রধানত বাংলাদেশের অলরাউন্ডার হিসেবে পরিচিত সাকিব আল হাসান। কিন্তু তাঁকে নিয়েই এই মুহূর্তে সরগরম বাংলাদেশের ক্রিকেটমহল থেকে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপনের অভিযোগে আইসিসির শাস্তির মুখে সাকিব। কিন্তু তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাকিব প্রসঙ্গে হাসিনা জানিয়েছেন, ‘এটা পরিষ্কার যে সাকিব একটা ভুল করেছে। ও নিজে সেটা বুঝতেও পেরেছে। এক্ষেত্রে আইসিসি একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আলাদা করে কিছুই করার নেই। তবে আমি এটা বলতে পারি, যে সারা বিশ্বের ক্রিকেটমহলে আমাদের দেশের ক্রিকেটারদের একটা আলাদা পরিচিতি আছে। আমি নিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের পাশেই থাকবে।’

তবে সাকিবের পাশে থাকলেও বাংলাদেশ ক্রিকেটাররা যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তা একেবারেই সমর্থন করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন – কোহলিদের বিরুদ্ধে দল ঘোষণা বাংলাদেশের
