আর কিছুক্ষণ পরেই পর পর তিনটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। কেরলে শবরীমালা মন্দিরের রায়ের রিভিউ পিটিশন, রাফায়েল মামলার রিভিউ পিটিশন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার অবমাননা। অযোধ্যা মামলার রায়ের পর থেকেই সকলের নজর এখন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দিকে। রবিবার অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি। তার আগে তিনি দিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ মামলার রায়। গতকাল তিনি দিয়েছেন কর্নাটকে বিধায়কদের নিয়ে মামলার রায়। আগামিকালও থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়।
