রাফাল মামলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতবার সুপ্রিম কোর্টের বিচারপতির সঞ্জয় কউল বিরোধীদের করা রিট পিটিশন খারিজ করে দিলেন। বিচারপতি রিট পিটিশন খারিজ করে বলেছেন, এই মামলার পুনর্বিবেচনার প্রয়োজন নেই কিংবা এফআইআর এরও প্রয়োজন নেই। মামলাটি করেছিলেন বিজেপির মীণাক্ষি লেখি। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছিলেন, চৌকিদার চোর হ্যায়। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এমন মন্তব্য করা উচিত হয়নি। মন্তব্য দুর্ভাগ্যজনক। আগামী দিনে রাহুল গান্ধী মন্তব্য করার ব্যাপারে আরও সতর্ক থাকবেন। রাহুল গান্ধী অবশ্য এ ব্যাপারে আগেই ক্ষমা প্রার্থনা করেছিলেন।
