মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা নতুন জীবন দিলেন এক কীর্তন শিল্পীকে

নজির গড়লেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। নতুন জীবন পেয়ে ঘরে ফেরার অপেক্ষায় মায়াপুরের চাঁদু ঘোষ।

প্রথমে নাকের ক্যানসার সারাতে অস্ত্রোপচার। তার পর কপালের মাংস কেটে সফল নাক প্রতিস্থাপন। শিরা, ধমনী, ত্বক-সহ কপালের মাংস দিয়ে নয়া নাক তৈরি করে ফেললেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। রাজ্যে কেন, গোটা দেশে এই অস্ত্রোপচার এবং প্রতিস্থাপন নজিরবিহীন।
2 বছর ধরে নাকের ঘা ভোগাচ্ছিল মায়াপুরের চাঁদু ঘোষকে। একাধিক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। শেষে তাঁকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে দিলো কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

নানা পরীক্ষায় ধরা পড়ে, 66 বছরের এই বৃদ্ধ কীর্তন শিল্পী, চাঁদু ঘোষের নাকে ক্যানসার হয়েছে। নাকের কার্টিলেজ ও হাড়ের মাঝে উপরের অংশে টিউমার ধরা পড়ে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মেডিক্যাল কলেজের ENT চিকিৎসকেরা। টিউমার বাদ দেওয়াটা কঠিন ছিল না। তবে ঝুঁকি
ছিল নাক প্রতিস্থাপন। অস্ত্রোপচারে চাঁদু ঘোষের নাকের অনেকটা অংশ বাদ পড়ে। রোগীর কপাল থেকে মাংস, শিরা, ধমনী-সহ চামড়া তুলে নাকের কাটা অংশে সেলাই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
কপাল থেকে 7 সেন্টিমিটার লম্বা ও 3 সেন্টিমিটার চওড়া অংশ কেটে তৈরি হয় নতুন নাক৷ চিকিৎসকদের দাবি,এই ধরণের নাক প্রতিস্থাপন রাজ্যে প্রথম। সরকারি স্তরে এই ধরণের অস্ত্রোপচার করতে পেরে চিকিৎসকরা গর্বিত। এই মুহূর্তে পোস্ট অপারেটিভ চিকিৎসা চলছে। এদিকে বায়োপসি রিপোর্ট জানিয়েছে, এখন ক্যানসার মুক্ত চাঁদু ঘোষ। ঘরে ফেরার অপেক্ষায় কীর্তনশিল্পী।

আরও পড়ুন-মোদির আমন্ত্রণে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট