Friday, January 16, 2026

রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক

Date:

Share post:

দীর্ঘদিনের দুরারোগ্য রোগযন্ত্রণা থেকে ‘মুক্তি’ পেতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন খড়গ্রামের প্রাক্তন সিপিএম বিধায়ক মানবেন্দ্রনাথ সাহা।

২০১২ সাল থেকে প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন সিপিএমের এই প্রাক্তন বিধায়ক। সম্প্রতি তাঁর রোগের যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার রাত ১টা নাগাদ নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রের খবর, গত ১০ দিন ধরে মানবেন্দ্রনাথবাবু তার এই রোগের কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা ঠিক করেছিলেন, শনিবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে। সেই সুযোগ তিনি আর কাউকে দিলেন না। সিপিএমের এই হেভিওয়েট নেতার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আত্মঘাতী এই প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানাতে বাম নেতৃত্বদের পাশাপাশি ছিলেন তৃণমূলের নেতারাও।

এদিন প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের টিকিটে জিতে অধুনা তৃণমূল হওয়া খড়গ্রামের বর্তমান বিধায়ক আশিস মার্জিত বলেন, “রাজনীতির বাইরে ওনার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল। ২০০৬ সালে বিধানসভা ভোটে আমি ওনার কাছে হেরে গেলেও বহু কাজ নিয়ে গিয়েছি। উনি কোনোদিন কোনো কাজ ফেলে রাখেননি।”
প্রাক্তন বিধায়কের ছেলে ধ্রুব সাহা বলেন, “বাবা বামপন্থী মানুষ হিসেবে সব সময় অবহেলিত মানুষের জন্য চিন্তা করতেন।” ১৯৭৭ সালে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন মানবেন্দ্রবাবু।

spot_img

Related articles

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...