আজ, রবিবার রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত বিজ্ঞানমেলার উদ্বোধনে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজ্ঞানমেলার উদ্বোধনে এসে নাম না করে দিলীপকে ‘গরু’ বললেন পার্থ। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কোনটা গরু সেটাই তো বুঝতে পারছি না। যে বলছে সে? না যাকে বলা হচ্ছে সে? সেটা নিয়েও তো গবেষণা চলা উচিত।” এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর এখানেই থামেননি তিনি। এরপর তিনি আরও বলেন, “রাজ্যের উদ্দেশ্য খুব স্পষ্ট। স্কুলস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তরে প্রতিযোগিতামূলক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞান সচেতনতার হার বাড়ানো। পাশাপাশি বিজ্ঞানচিন্তার পরিবেশ তৈরি করা।”

উল্লেখ্য, বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় দিলীপ ঘোষ বলেছিলেন কীভাবে গরুর দুধে সোনা তৈরি হয়। তিনি বলেন, ‘গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়।’
আরও পড়ুন-আইটি সেক্টরে ছাঁটাই, সল্টলেক থেকে বিক্ষোভ মিছিল DYFI-এর
