ডিসেম্বর থেকে মোবাইল পরিষেবায় মাসুল বাড়াচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া

বিপুল আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করে টিঁকে থাকতে এবার মোবাইল পরিষেবার মাসুল বাড়ানোর পথে হাঁটছে দেশের তিন গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থা। আর্থিক লোকসানের চাপে পড়ে এখন কোপ বসাচ্ছে গ্রাহক পরিষেবার খরচে। আর এর জেরে ডিসেম্বর থেকেই মোবাইল পরিষেবা বাবদ বাড়তি মাসুল গুনতে হবে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া গ্রাহকদের। একইসঙ্গে কেন্দ্রের কাছেও দ্রুত আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে এই টেলিকম সংস্থাগুলি।

ভোডাফোন ও এয়ারটেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে 1 ডিসেম্বর থেকেই উপযুক্ত পরিমাণে মাসুল বাড়ানো হবে। কারণ বর্তমানে যে হারে মাসুল নেওয়া হচ্ছে তা তাদের ব্যবসার পক্ষে লাভজনক নয়। ব্যবসায় টিঁকে থাকার স্বার্থেই কিছুটা ঝুঁকি নিয়েও তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আরও পড়ুন-ডিসেম্বরেই নাম ঘোষণা দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’-এর