দু’কোটি টাকার মাদক উদ্ধার এসটিএফের, গ্রেফতার দুই পাচারকারী

0
1

ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)। গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদের মাদক পাচারকারী চক্রের দুই সদস্য টিংকু শেখ ও শেখ জামাল হোসেন। দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা।

এসটিএফ সূত্রে খবর, হেস্টিংস থানার অধীনে বেকারি রোড অঞ্চলে ফাঁদ পেতে মাদক পাচারকারীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১১ কেজি মাদক ট্যাবলেট। যার পোশাকি নাম ইয়াবা। বাজেয়াপ্ত হওয়া ওই মাদক ট্যাবলেটের মূল্য প্রায় দু’কোটি টাকা। পুলিশ ধৃতদের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-জালিয়াতি চক্রে বিদেশী যোগ, ধৃত ৪