৪৫ মিনিটেই শেষ ‘অর্ডিনারি’ বাংলাদেশ

রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার পিচ নিয়ে কথা বললেন সামান্য। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার কাঠগড়ায় দাঁড় করালেন বাংলাদেশ দলকে। বললেন, “পিচ যেমনই থাকুক, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ অর্ডিনারি’ল এক দল, অর্ডিনারি তাদের প্রদর্শন, অর্ডিনারি তাদের টেকনিক। পিচ যেমনই হোক, ম্যাচ শেষ হবে দ্রুতই।” সানির কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল।

মুশফিক আউট হওয়ার পর অপেক্ষাতেই যেন ছিল ম্যাচ শেষ অপেক্ষা। ৯৬ বলে ৭৪ রান করে শেষ হয় মুশফিকের ইনিংস। এরপর আর সময় বেশি লাগেনি। মাত্র ৪৫ মিনিট! আল আমিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দিয়েছেন উমেশ যাদব। চোট পাওয়া মাহমুদউল্লাহ নামেননি ব্যাটিংয়ে।

বাংলাদেশের ইনিংস শেষ ১৯৫ রানে। ভারত ম্যাচ জিতে নিল ইনিংস ও ৪৬ রানে। শেষ উইকেটের জন্য অন্যরকম এক লড়াই ছিল ভারতের দুই পেসার ইশান্ত ও উমেশের। দু’জনেরই ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেট হয়েছে উমেশের। ইশান্ত থেমেছেন ইনিংসে ৪ ও ম্যাচে ৯ উইকেট নিয়ে।

Previous article২২ ভাষায় এক গান কিশোরীর, আপ্লুত নেটিজেনরা
Next articleমহারাষ্ট্রে দ্রুত ফ্লোর টেস্টের দাবি বিরোধীদের