সকালে একটু ঠাণ্ডা ভাব। রাতে বেশ গরম। সামান্য তাপমাত্রা কমল বুধবার। ২০ডিগ্রি থেকে নেমে ১৯.৭ডিগ্রি। আপাতত এইরকমই আবহাওয়া থাকবে। সকালের কুয়াশা কেটে যাবে বেলায়। সকাল আর সন্ধ্যায় থাকবে হালকা শীতের আমেজ। তবে শীতের আমেজ পড়তে পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। অর্থাৎ প্রায় ১৫ দিন। এবং শীতের আমেজ থাকবে জানুয়ারি পর্যন্ত। তবে এর মাঝে আরব আর ভারত মহাসাগরে নিম্নচাপের দরুণ উত্তর-পশ্চিম দিক থেকে যে ঠাণ্ডা হাওয়া প্রবেশ করছিল, তা বাধাপ্রাপ্ত হলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
