তিন বছর পর যাদবপুরে ছাত্র-ভোট আগামী ১৯ ফেব্রুয়ারি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৩ বছর পর ফের ছাত্র-ভোট। আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুরে ছাত্র-ভোট ৷ একই দিনে বিশ্ববিদ্যালয়ের ৩ বিভাগ, আর্টস, ইনজিনিয়রিং, বিজ্ঞান বিভাগে ভোট হবে। ২০ ফেব্রুয়ারি ভোট গণনা ৷ প্রেসিডেন্সির মতো যাদবপুরেও পুরোনো নিয়মেই হবে ছাত্র ভোট। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করেছিলো। সেখানে বলা হয়, “এখন থেকে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে আর ছাত্র সংসদ ভোট হবে না । তার পরিবর্তে তৈরি হবে নতুন ছাত্র কাউন্সিল। এই নতুন কাউন্সিলের বিধি মেনে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবে শিক্ষা- প্রতিষ্ঠানের প্রধান। শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নির্বাচন হবে ছাত্র-ভোটের মাধ্যমে”।

এই বিজ্ঞপ্তির পরই ওই ‘কাউন্সিল মডেল’কে ‘অগণতান্ত্রিক’ ও ‘ছাত্র স্বার্থ’ বিরোধী বলে আন্দোলনে নামে যাদবপুর, প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।শেষপর্যন্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য সরকার নির্দেশ দেয়, ‘ছাত্র সংসদ’ ভোট হবে নাকি ‘কাউন্সিল ভোট’ হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের এই ঘোষণার প্রেসিডেন্সিতে ছাত্র ভোট হয়েছে। সেখানে বিপুল জয় পেয়েছে এসএফআই। প্রেসিডেন্সির পর এবার
এবার যাদবপুরেও ছাত্র-ভোট হতে চলেছে ৷

আরও পড়ুন-জয়প্রকাশ-নিগ্রহের ঘটনাকে দলের একাংশও মনে করছে ‘রহস্যজনক’

 

Previous articleগয়নার লোভে শিশু-খুন, ধৃত ২ প্রতিবেশী
Next articleকাফে হামলায় ফাঁসির সাজা খাগড়াগড় কাণ্ডের পাণ্ডা নাসিরুল্লাহর