দেশ থেকে পালিয়ে নিত্যানন্দ নাকি দ্বীপ কিনে নিয়েছেন!

0
7

খুঁজে পাওয়া গিয়েছে নিত্যানন্দ স্বামীকে! সে নাকি রয়েছে ইক্যুয়েডরে। কিনেছে বিরাট একটা দ্বীপ। নাম দিয়েছে নাকি কৈলাস! সঙ্গে রয়েছে নাকি সাঙ্গপাঙ্গরাও।

নিত্যানন্দ স্বামীকে মনে আছে তো? নিজেকে গডম্যান ঘোষণা করা নিত্যানন্দের বিরুদ্ধে অপহরণ, যৌন কেলেঙ্কারি, তোলাবাজি সহ নানা অভিযোগ। বিদেশমন্ত্রক নির্দিষ্ট করে কিছু বলেনি। সেই নিত্যানন্দ নাকি ইকুয়েডারে গিয়ে ‘আমার দেশ’ নামে ওয়েব সাইটও খুলে ফেলেছে। সেখানে গোটা দ্বীপের ছবি আর ভিডিও। সবচেয়ে নাকি বেশি হিন্দু রয়েছে সেখানে। অসংখ্য মন্দির তৈরি হয়েছে। গাছপালা দিয়ে ঘেরা আশ্রম। ছোট ছোট পুকুর, রয়েছে মাছ, পশু, পাখি। শিষ্যদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়া। বাইরে থেকে আসা অতিথেদের জন্য পর্ণকুটির। ২০১০ সালে সিমলার একটি গ্রাম থেকে যৌন কেলেঙ্কারির অভিযোগে নিত্যানন্দকে গ্রেফতার করে। এরপর দুটি মেয়েকে অপহরণ করা নিয়ে মামলা গড়ায় কোর্টে। এই মামলাত তদন্ত চলাকালীন দেশ ছাড়ে নিত্যানন্দ। জানা গিয়েছিল ভণ্ড গডম্যান রয়েছে ত্রিনিদাদ -টোবাগোতে। এখন জানা যাচ্ছে ইক্যুয়েডারে।