Monday, January 12, 2026

চাঁদে বাড়ি বানিয়ে বিশ্ববন্দিত তিন বাঙালি পড়ুয়া

Date:

Share post:

চাঁদে বাড়ি কেমন হবে ? কেমন হওয়া উচিত ? সেই নীল-নকশা বানিয়েই গোটা দুনিয়ার নজর কেড়ে নিলেন এ রাজ্যের তিন পড়ুয়া। তাঁদের তৈরি সেই নকশা ছিনিয়ে এনেছে আন্তর্জাতিক সম্মান। বিশ্বের ২ লক্ষ প্রতিযোগীর মধ্যে ‘সেরা- ৫০’-এ স্থান পেয়েছেন বাংলার সোহম মুখোপাধ্যায়, ঋষিতা ভৌমিক ও জিষ্ণা চক্রবর্তী। ইউরোপের ‘ভলিউম জিরো অ্যান ইন্টারন্যাশনাল ডিজাইন’ ম্যাগাজিন ‘মুন সেপশন’ নামে এক প্রতিযোগিতা করেছিলো৷ বিষয় ছিল, ” চাঁদে কী ধরনের বাড়ি বানানো হবে, তার নকশা তৈরি “। সেখানেই আসানসোলের কুলটির বাসিন্দা স্নাতকস্তরের আর্কিটেকচারের তৃতীয় বর্ষের পড়ুয়া সোহম মুখোপাধ্যায়, কলকাতার ঋষিতা ভৌমিক এবং জিষ্ণা চক্রবর্তীর তৈরি নকশা স্বীকৃতি পেয়েছে। শংসাপত্র দিয়ে সম্মানিতও করা হয়েছে তাঁদের। চাঁদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বিশেষ বর্মের মধ্যে প্রযুক্তিগত বাড়ি তৈরির পাশাপাশি ভার্টিকাল গার্ডেন তৈরিরও নকশাও রয়েছে। চাঁদেরই মাটিতে বিশেষ রাসায়নিক মিশিয়ে থ্রিডি প্রিন্টেড বাড়ি তৈরির পরিকল্পনা করেছেন ওই তিন বাঙালি তরুণ গবেষক। তবে এই বিজ্ঞান গবেষণা বাস্তবে সফল হবে কিনা, তা ভবিষ্যতই বলবে৷

এই নকশা করা হয়েছে চাঁদের যে অংশে বরফের খোঁজ পাওয়া গিয়েছে, সেই অংশের কথা মাথায় রেখে৷ সেখানেই দশজন পর্যটক ও পাঁচজন বিজ্ঞানী থাকার মতো বাড়ি তৈরি হবে। রান্না ঘর, মেডিক্যাল রুম থেকে স্টোর রুমের নকশাও রয়েছে। ‘বর্মের’ ভিতর থাকা লঞ্চপ্যাডে ফাইবার, অ্যালুমিনিয়ামের তার ও পাইপ দিয়ে বাড়ির মডেল তৈরি হয়েছে।

নকশা তৈরির অন্যতম কারিগর কুলটির মিঠানি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোহম মুখোপাধ্যায় একটি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বলেন, “চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর ছয় ভাগের এক ভাগ, সেই কথা মাথায় রেখেই মাইক্রোগ্র্যাভিটি মোকাবিলা করে চাঁদের মাটির সঙ্গে অ্যারোগেট মিশিয়ে বিশেষ বর্ম তৈরি করা হয়েছে। জীবাণুর হামলা, যাবতীয় বিকিরণের হাত থেকে বাঁচতে ‘রক্ষাকবচে’ মুড়ে রাখবে এই বর্ম।” তবে চাঁদে বাড়ি বানিয়েই থামতে চান না এই তিন পড়ুয়া। ওদের চোখে আছে আরও নতুন কিছু করার।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...