ফের আর্থিক জালিয়াতি, এবার হুগলির অ্যাকাউন্ট থেকে টাকা গেল চীনে!

ফের আর্থিক জালিয়াতির শিকার এই রাজ্যের এক গ্রাহক। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল চীনে। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরে।

আজ, শুক্রবার সকালে বেসরকারি ব্যাঙ্কের ফোন পেয়ে আন্তর্জাতিক লেনদেন বন্ধ করলেন কিংশুক কর নামের জনৈক গ্রাহক। কিন্তু ততক্ষণে ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে ওই ব্যক্তির। কিংশুকবাবুর দাবি, তিনি কাউকে এটিএম পিন বা অ্যাকাউন্টের কোনও তথ্য দেননি।

উল্লেখ্য, সম্প্রতি এটিএম জালিয়াতি ছেয়ে গিয়েছে শহরে। যাদবপুর এবং চারু মার্কেট এলাকার কমপক্ষে ৪০ জন গ্রাহক এই জালিয়াতির শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দিল্লি থেকে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছিল। এবার সুদূর চীন থেকে জালিয়াতি!

Previous articleমাওবাদীরাও ভয়ে কাঁপে! পাশবিক ধর্ষকরা মনে হয় ভুলে গিয়েছিল আইপিএস সজ্জানার নাম
Next articleভাটপাড়া পুরসভায় অনাস্থা আনল তৃণমূল