ব্রেক্সিটের পক্ষে জনমত, ফের ক্ষমতায় বরিস জনসন

ফের বরিস জনসনকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল ব্রিটেন। ব্রেক্সিটের পক্ষেই পড়ল ভোট। ৬৫০টি আসনের ভোটগ্রহণ শেষ হয় বৃহস্পতিবার। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে কনজারভেটিভ পার্টি। ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২৬টির বেশি আসনে জয় পেয়েছেন কনজারভেটিভ পার্টি বা টোরির প্রার্থীরা। যদিও এখন চূড়ান্ত ফলাফল আসেনি। তবে ইতিমধ্যেই লেবার পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন জেরিমি করবিন। তিনি বলেন, ব্রেক্সিটের পক্ষে সমর্থনের কাছে তাঁদের নীতির হার হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ‘ব্রেক্সিট’ প্রশ্নেই ভোট হচ্ছে ব্রিটেনে। আগামী বছর ৩১ জানুয়ারি ব্রেক্সিটের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।
১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারে নেতৃত্বে নির্বাচনের পরে এটাই হবে কনসারভেটিভদের সবচেয়ে বড় জয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিপুল জন সমর্থন হয়ত আশা করেননি অনেক কনজারভেটিভ পার্টির নেতাও। এমনকী, লেবার পার্টির দুর্গে থাবা বসিয়েছে টোরিরা।
নির্বাচনে জয়ের জন্য বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Previous articleশো-কজের মুখে JDU-র দুই শীর্ষনেতা
Next articleনির্ভয়াকাণ্ডে সাজার দিন ঘোষণা মামলার শুনানিতে স্থগিতাদেশ