এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় সোমবারের পরে মঙ্গলবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্য ও উত্তর কলকাতা মিলিয়ে মিছিল ছিল সোমবার। এদিন মিছিল দক্ষিণে। নির্দিষ্ট সময়ই এইট-বি বাসস্ট্যান্ডের সামনের মঞ্চে পৌঁছে যান তৃণমূল নেত্রী। সেখান থেকে সোমবারের মতোই এদিনও শপথবাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এনআরসি, সিএএ বাংলায় চালু করতে দেবেন না। ধর্মের নামে কোনও ভেদাভেদ তিনি প্রশ্রয় দেবেন না।

এদিনের মঞ্চ সোমবারের থেকে ছিল একটু আলাদা। দক্ষিণের ২ সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান ছিলেন মুখ্যমন্ত্রীর ঠিক পাশে। উপস্থিত ছিলেন সোহম, গৌতম ঘোষ সহ টলিউডের বেশ কয়েকজন অভিনেতা, পরিচালক। তৃণমূলের সাংসদ, বিধায়ক, নেতাদের পাশাপাশি মঙ্গলবার মিছিলে উপস্থিত রয়েছেন ক্রীড়া জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব। এইট-বি থেকে মিছিল বের করে যাদবপুর, সন্তোষপুর হয়ে মিছিল পৌঁছবে ভবানীপুরের যদুবাবুর বাজার। কোনও অবস্থাতেই অ্যাম্বুল্যান্স বা কোনও জরুরি পরিষেবা মিছিলের জেরে আটকে না পড়ে সেদিকে পুলিশ-প্রশাসনকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এ দিনের মিছিলে শঙ্খ হাতে রয়েছেন মহিলারা। শুরুতেই শঙ্খ বাজিয়ে মিছিলের সূচনা করেন তাঁরা। মিছিল যত গন্তব্যের দিকে এগোচ্ছে, তত ভিড় বাড়ছে। পথচলতি অনেক মানুষেই এই মিছিলে পা মেলাচ্ছেন।
আরও পড়ুন-দেশের ৮ রাজ্যের হিন্দুদের ‘সংখ্যালঘু’ ঘোষনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
