Friday, November 14, 2025

সৌরভকে চরম অস্বস্তিতে ফেলে সানার পোস্ট নিয়ে কী বললেন নাগমা?

Date:

Share post:

সানার পোস্ট নিয়ে একেই বিব্রত সৌরভ গঙ্গোপাধ্যায়। তার উপর তাঁকে চরম অস্বস্তিতে ফেললেন দক্ষিণী অভিনেত্রী নাগমা। কারণ, সানার পক্ষ নিয়ে তিনি সরাসরি উপদেশ দিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্টকে। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিএএ নিয়ে একটি পোস্ট করেন সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল হয় সেটি। পরে পোস্টটি ডিলিট করে দেন সানা। কিন্তু তার মধ্যেই বহুবার শেয়ার হয়ে গিয়ছে পোস্ট। তাই নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে। হয়েছে ট্রোলও। বিষয়টা এমন দাঁড়ায় যে আসরে নামতে হয় খোদ বিসিসিআই প্রেসিডেন্টকে। তিনি সংবাদ মাধ্যমকে জানান, তার কন্যা সানা এখনও যথেষ্ট ছোট। গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতামত দেওয়ার মত পরিণত হয়নি। তাঁকে এসবের থেকে দূরে রাখা হোক। পোস্টটি ঠিক নয় বলেও মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

যখন সব মিটে গেছে বলে ধরে নেওয়া হচ্ছিল তখনই আরেকটি পোস্ট দেখে সবার চক্ষু চড়কগাছ। সে পোস্ট আর কারও নয়, স্বয়ং দক্ষিণী অভিনেত্রী নাগমার। তিনি লিখেছেন, “সানা গঙ্গোপাধ্যায়কে তাঁর মতামতের জন্য অভিনন্দন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলব তাঁকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে। কারণ তাঁর ভোটদানের বয়স হয়ে গিয়েছে। এবং জনসমক্ষে তাঁর মতামত সে জানাতেই পারে”। একসময় এই দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল কলকাতার মহারাজের। তখন সৌরভ রীতিমতো সংসারী। কিন্তু শোনা গিয়েছিল দক্ষিণের এই অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সৌরভ। এমনকী দক্ষিণ ভারতের একটি মন্দিরে তাঁকে নিয়ে নাগমা গিয়েছিলেন বলেও গুজব ছড়ায়। তবে তা নিয়ে বেশি জলঘোলা হওয়ার আগেই সৌরভ ও নাগমার মধ্যে বিচ্ছেদের খবর রটে যায়। কিছুদিন আগে সৌরভের অস্বস্তি বাড়িয়ে নাগমা জানিয়েছিলেন মহারাজকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। যদিও সেই নিয়ে কথোপকথন বেশিদূর এগোয়নি। সেই নাগমাই আবার সৌরভের মেয়ের বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। এবং সানার পক্ষ নিয়ে সৌরভকে উপদেশ দিলেন। সে খবর নজর এড়ায়নি নেটিজেনদের। কেউ আবার রসিকতা করে ‘প্রাক্তন’ ছবির গানের কটা লাইনও নাগমার পোস্টের সঙ্গে পোস্ট করেছেন। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই নিয়ে কেউ প্রশ্ন করলে, তিনি যে চরম অস্বস্তিতে পড়বেন সেটা সহজেই অনুমেয়। এখন এই পুরনো রসায়নে কোনো নতুন আবিষ্কার সামনে আসে কি না সেটাই দেখার।

spot_img

Related articles

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...