Wednesday, November 5, 2025

বন্দি অবস্থায় এলাহাবাদ জেলে মৃত্যু কাশ্মীরি এক রাজনীতিকের

Date:

Share post:

মর্মান্তিক৷

উত্তরপ্রদেশের এলাহাবাদের এক জেলে
বন্দিদশাতেই মৃত্যু হল জম্মু-কাশ্মীরের নিষিদ্ধ ‘জামাত-ই-ইসলামিয়া’ সংগঠনের নেতা গোলাম মহম্মদ ভাটের। সূত্রের খবর, গত 4 মাসেরও বেশি সময় সেখানে বন্দি ছিলেন ভাট। শনিবার বন্দি অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। গত 5 অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীর ও লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। তখনই সেখানে কয়েক’শ মানুষের সঙ্গে গ্রেফতার করা হয় কাশ্মীরি রাজনীতিক গোলাম মহম্মদ ভাটকেও। ভাটের বিরুদ্ধে জন নিরাপত্তা আইনে মামলা রুজু করে এলাহাবাদের নৈনি সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছিলো।
সেদিন থেকে ওই জেলে বন্দি ছিলেন গোলাম মহম্মদ। জানা গিয়েছে,
আগামী 9 জানুয়ারি পর্যন্ত ভাটের উপর জন নিরাপত্তা আইন কার্যকর থাকার নির্দেশ ছিলো। সেই তারিখের আগেই শনিবার বেলা 4টে নাগাদ মৃত্যু হয় ভাটের৷ এই মৃত্যুর ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেই গোলাম মহম্মদের মৃত্যুর জন্য অভিযুক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকেও বন্দি করে রাখা হয়েছে।উত্তরপ্রদেশে, হরিয়ানা, রাজস্থান-সহ দেশের একাধিক জেলে এই মুহূর্তে প্রায় 300 কাশ্মীরি রাজনীতিক বন্দি রয়েছেন।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...