Saturday, November 8, 2025

বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর

Date:

Share post:

শনিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর রবিবারই তাঁর কাছে চিঠি পৌঁছে গেল শিক্ষামন্ত্রীর। তবে তা ট্যুইটার মারফত। সেই চিঠিতে শিক্ষামন্ত্রী রাজ্যপালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আপনি ২৫ডিসেম্বর তারিখে ট্যুইটারে পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলাম। আমিও সেভাবে নিজের বক্তব্য জানালাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমি জানাচ্ছি —

১. আপনার অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন সহ অন্য অনুষ্ঠান কেন বাতিল করেছে? আপনাকে জানাই, বিশ্ববিদ্যালয়গুলি স্বতন্ত্র ও স্বাধীন। ফলে উপাচার্য পরিস্থিতি অনুযায়ী কেন তা বাতিল করেছে, তা তাঁরাই বলতে পারবে। রাজ্য এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করে না।

২. যাদবপুরের ঘটনা সম্পর্কে বলতে পারি, সেখানে পড়ুয়ারা এনআরসি-সিএএ নিয়ে বিরোধিতায় নেমেছিল। তারা রাজ্যে এই আইন প্রয়োগের বিরোধী, রাজ্যের মানুষও সেই ধারণাই পোষণ করেন।

আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু পাল্টা আপনার ব্যবহারও বন্ধুত্বপূর্ণ হতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটাও দেখতে হবে। সেটা রাজ্য শিক্ষা দফতরের ক্ষেত্রেও যথাযথ হবে। এরপরেও যদি আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তাহলে শিক্ষামন্ত্রী তার জন্যেও প্রস্তুত রয়েছেন।

চিঠির শেষে রাজ্যপালকে নতুন বছরের শুভেচ্ছে জানিয়ে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের বিগত এক বছরের পদক্ষেপ, কর্মসূচি এবং সাফল্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর ট্যুইটের পাল্টা রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির আমি প্রশংসা করি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। ঢিলের জবাবে পাটকেল নয়, আলোচনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন-NRC-তে কি NPR-এর তথ্য কাজে লাগবে? কী বললেন আইনমন্ত্রী

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...