‘কিসসা কুর্সিকা’। সাতের দশকের একটি হিন্দি ছবির নাম। সঙ্গে একটি চেয়ার, যা দাউ দাউ করে জ্বলছে। অপর্ণা সেনের এই পোস্ট ঘিরে এখন বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা। এই ট্যুইটার পোস্ট যে পুরোপুরি রাজনৈতিক, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষত অপর্ণা, যিনি রাজনৈতিকভাবে মোদি সরকারের বিরোধী, এবং বারে বারেই প্রতিবাদের সামনের সারিতে। এ যে বিজেপি সরকারকে তাক করেই পোস্ট তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এ ছবির বিষয়ই বলে দিচ্ছে অভিনেত্রী আসলে কী বলতে চেয়েছেন।

Kissa kursi ka! pic.twitter.com/TfWdYBZjsd
— Aparna Sen (@senaparna) December 29, 2019
১৯৭৭ সালের এই ছবিতে অভিনেতা উৎপল দত্ত, শাবানা আজমি, মনোহর সিং। বিষয় গাঙ্গুরাম নামে এক রাজনৈতিক নেতার পতন। গরিব আর প্রতিবন্ধী শাবানাকে ছলেবলে ঠকানোর নানা ছল চাতুরী। হাসির খোরাকের মাঝেই রাজনৈতিক বার্তা। আসলে অপর্ণা আদ্যন্ত একজন রাজনৈতিক মনস্ক ব্যক্তি। বর্তমান কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিল, নোটবন্দি, নাগরিকত্ব আইন, কশ্মীর, পড়ুয়াদের ওপর আক্রমণ, সব কিছু নিয়েই বারবার কাঠগড়ায় তুলেছেন সরকারকে। পথে নেমেছেন, মিছিলে পা মিলিয়েছেন। লিখেছেন, ‘ভারত রক্তাক্ত, ছিন্নবিচ্ছিন্ন।’ আবার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে লিখেছিলেন, ‘এই দেশ সাভারকারের ভারত চায় না।’ আসলে কুর্সিতে আগুন লাগার ছবি দিয়ে হয়তো তিনি বোঝাতে চেয়েছেন, দিল্লির সিংহাসনে আসীন মোদি সরকারের কুর্সিতে আগুন লেগেছে!


আরও পড়ুন-এবার NRC-CAA নামে বিভাজনের বিরোধিতায় শান্তি মিছিল ব্রাহ্মণ সমাজের
