শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। অপেক্ষা মাহেন্দ্রক্ষনের। গোটা বিশ্বের মতো ২০১৯-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২০-কে স্বাগত জানাতে তৈরি আমাদের গর্বের “সিটি অফ জয়” তিলোত্তমা কলকাতা। আর তার আগে ট্র্যাডিশন মেনে পার্ক স্টিট-এ মানুষের ঢল।

দেখুন এখন বিশ্ব বাংলার ফ্রেমে বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটের সেলিব্রেশন—
