Tuesday, November 18, 2025

শিশুমৃত্যু নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকেই তোপ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের

Date:

Share post:

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধেই এবার তোপ দাগলেন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷

রাজস্থানের কোটার হাসপাতালে এখনও পর্যন্ত 104 জন শিশুর মৃত্যু হয়েছে৷ রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করছে বিজেপি-সহ একাধিক দল৷ এই পরিস্থিতিতে গেহলটের বিরুদ্ধে সমালোচনা করা হলো কংগ্রেসের অন্দর থেকেই৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটের কড়া সমালোচনা করলেন৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, ‘আগের সরকার কী করেছে, তা নিয়ে আলোচনা করা এখন উচিত নয়৷ আগের সরকারের উপর দায় চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না৷ আমাদের উচিত, বর্তমানে কী ঘটছে, সে দিকে লক্ষ রাখা৷’

কংগ্রেসেরই একজন নেতা, তথা রাজস্থানের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সচিন বলেন, ‘এত শিশুর মৃত্যু হল৷ দায়িত্ব তো নিতেই হবে৷ বসুন্ধরাজি অবশ্যই ভুল কাজ করেছিলেন৷ জনতা তাঁকে হারিয়ে দিয়ে শাস্তিও দিয়েছে৷ কিন্তু এখন তো সবই আমাদের দায়িত্ব৷ আমার মনে হয়, বিষয়টিকে আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত৷ 13 মাস ক্ষমতায় থাকার পরে গত সরকারের ভুল কাজের সমালোচনা করার কোনও মানে হয় না৷ এখন যখন রোজ শিশুমৃত্যু হচ্ছে, তখন গত সরকারের আমলের মৃত্যুর কথা বলা ঠিক নয়৷’
প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন পাইলট৷ কংগ্রেস তাঁকে উপমুখ্যমন্ত্রী করে৷

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...