সোলেমানি দিল্লির সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরাকের বাগদাদ এয়ারপোর্টে মার্কিন বিমান হানায় মৃত ইরান এলিট গার্ড ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেমানি নাকি দিল্লিতে একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন। বেনজির এই দাবি আমেরিকারপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, ” অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করেছিল সোলেমানি। এসব তার অসুস্থ মানসিকতার পরিচয়৷ দিল্লি এবং লন্ডনেও একাধিক একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিল এই সোলেমানি।’‌ শুক্রবার সোলেমানি মারা যাওয়ার পর ট্রাম্প টুইট করেছিলেন, ‘সোলেমানির সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। সোলেমানির নৃশংসার শিকার যাঁরা হয়েছে, তাঁদের আমরা স্মরণ ও সম্মান করি।’‌

ট্রাম্প কিন্তু বলেননি দিল্লিতে ঠিক কোন সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন সোলেমানি। তবে সংশ্লিষ্ট মহলের ধারনা, 2012 সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের স্ত্রীর গাড়িতে যে হামলা চালানো হয়েছিল তার পিছনে ছিলেন এই সোলেমানি। গুরুতর আহত হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী ও তাঁর গাড়ির চালক। এই ঘটনার কিনারা এখনও হয়নি। সোলেমানির মৃত্যুর পর ট্রাম্পের দাবিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশ্বজুড়েই।

Previous articleক্রিকেট ব্যাট তুলে রাখলেন ইরফান
Next articleশিশুমৃত্যু নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকেই তোপ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের