সোলেমানির শেষযাত্রায় ভেঙে পড়ল মানুষ

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলেমানির দেহ ইরানের নিয়ে আসা হলো। ইরান প্রেসের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে আহভাজ শহরে তাঁর শেষকৃত্যানুষ্ঠানে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন। আগামী কয়েকদিন ধরে তাঁর শেষকৃত্যানুষ্ঠান চলবে। ৭জানুয়ারি, মঙ্গলবার, তাঁর নিজের শহর কেরমানে তাঁকে দাফন করা হবে।

শনিবার ইরাকে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন লক্ষাধিক মানুষ। বাগদাদের শোকমিছিলে আওয়াজ ওঠে ‘আমেরিকার মৃত্যু চাই’। অনেকেরই হাতে ছিল সোলেমান ও খোমেইনির ছবি। আগামী কয়েকদিন ধরেই ইরাক এবং ইরান দুই দেশেই শোক দিবস পালন করা হবে। বৃহস্পতিবারের মার্কিন হামলায় সোলেমানি সহ ৬জনের মৃত্যু হয়।

Previous articleপৌষমাসে বিশ্বকর্মাপুজো! কিন্তু কেন?
Next articleভূ-স্বর্গে ফুল ফুটিয়ে আই লিগ টেবিলে এক নম্বরে বাগান