Monday, August 25, 2025

ভোল বদল, মিথ্যা বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাধিকারভঙ্গের নোটিশ ধরাতে চিঠি সাংসদের

Date:

Share post:

আন্দোলনের ধাক্কা তো ছিলই, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জোর ধাক্কা দিলেন কেরলের সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিসওয়াম। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ বা প্রিভিলেজ নোটিশ পাঠালেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে। বিষয় সেই এনআরসি।

সাংসদ বিসওয়ামের অভিযোগ, ‘২০১৯ সালের ২০নভেম্বর রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সভাকে জানিয়েছিলেন, দেশ জুড়ে যখন এনআরসি লাগু হবে, তখন নতুন করে অসমেও এনআরসি লাগু হবে। এরপর দেশ জুড়ে কীভাবে তা চালু হবে, সে কথাও সংসদকে জানান। তিনি একই কথার পুনরাবৃত্তি করেন ২০১৯-এর ৯ডিসেম্বর। তবে এবার লোকসভায়। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এই একই বিবৃতি কম করে ৯বার সংসদ এবং জনসভায় রাখেন।

২০১৯-এর ২২ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় বলেন, দেশ জুড়ে এনআরসি লাগু করার ব্যাপারে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই অমিত শাহ নিজের অবস্থান বদলে ফেলেন। প্রধানমন্ত্রীর বিবৃতির দু’দিন পর ২৪ডিসেম্বর এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনও আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীই সঠিক। এন আরসি নিয়ে ক্যাবিনেট বা সংসদ, কোথাও আলোচনা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বয়ান বদল শুধু যে দেশের মানুষকে আশঙ্কা ও সঙ্কটের মধ্যে ফেলেছে তাই নয়, তাঁরা ইতিমধ্যেই এনআরসি লাগু করা আশঙ্কায় গভীর উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরণের স্ববিরোধী মন্তব্য যে শুধু বিশ্বাসভঙ্গের চরম উদাহরণ তাই নয়, তিনি সংসদ এবং দেশের মানুষকে ভুল পথে চালিত করছেন। এই বিশ্বাসভঙ্গ আসলে দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেশের মানুষের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাঁর এই ভুল বিবৃতির কারণে আইনের বিরোধিতায় নেমে আজ পর্যন্ত ২০জনের মৃত্যু হয়েছে।

এই ভোল বদল এবং মিথ্যা বিবৃতির কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন বিশ্বাসভঙ্গের নোটিশ আনা হবে না? আমার আশা আপনি এ নিয়ে যথাযথ পদক্ষেপ করবেন এবং সংসদে যথাযথ ভূমিকা নেবেন।’

দেখার বিষয় রাজ্যসভা এই নোটিশ নিয়ে আদৌ কোনও পদক্ষেপ করে না কি সংখ্যার জেরে বৈতরণী পেরোয়।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...