Saturday, August 23, 2025

আর্টিস্টস ফোরামের নির্বাচনে রাজনীতির ছায়া, প্রার্থী হলেন জিৎ, পরান,সোহম

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের নির্বাচন ঘিরেও কি রাজনীতির রং ?
এবারের নির্বাচন নিয়ে এই প্রশ্নই সামনে চলে এসেছে৷

আর্টিস্টস ফোরামের অনেক সদস্যই এবার কার্যনির্বাহী সভাপতির পদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় ইন্দ্রাণী হালদারকে আনতে চেয়েছিলেন৷ কিন্তু ফোরামের তরফে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই ইন্দ্রাণীর। কার্যনির্বাহী সভাপতি পদের জন্য ভরত কল, শঙ্কর চক্রবর্তী, অঞ্জনা বসু, পার্থসারথি দেব মনোনয়ন পেশ করছেন।

সবচেয়ে বড় চমক, ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন অভিনেতা জিৎ৷ একই পদের জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা রায় এবং সোহম চক্রবর্তীর মনোনয়নও জমা পড়েছে। আর্টিস্ট ফোরামের সূত্রের খবর, ‘তারকা’ প্রার্থীর চাহিদা জিৎ মিটিয়ে দিচ্ছেন বলেই শেষ পর্যন্ত ইন্দ্রাণী হালদারের নাম বাদ গিয়েছে।

কার্যকরী সমিতির সদস্য পদের মনোনয়নে নাম নেই রূপাঞ্জনা মিত্ররও। যদিও প্রথমে তিনি বলেছিলেন মনোনয়ন জমা দেবেন। সিদ্ধান্ত বদল করলেন কেন? অভিনেত্রী জানালেন, “আমি দীর্ঘদিন কার্যকরী সমিতির সদস্য ছিলাম। অনেক ধরনের কাজের দায়িত্বও নিয়েছি। তবে এবার আর মনোনয়ন জমা দিইনি। মনে হল, সবসময় কোনও পদে থাকা জরুরি নয়। বাইরে থেকেও পুরো বিষয়টা দেখা জরুরি। খেয়াল করলাম মামণিদিও তো (ইন্দ্রাণী হালদার) মনোনয়ন জমা দেননি।”
ফোরামের সহকারী সচিবের পদে দেবদূত ঘোষের নামও রয়েছে৷

এবারের প্রার্থীতালিকা দেখেই অনেকে মনে করছেন, আর্টিস্টস ফোরাম সরাসরি কোনও রাজনৈতিক সংগঠন না হলেও, রাজনীতির রং লেগেই গিয়েছে।

আরও পড়ুন-রাজনৈতিক সুবিধাবাদের শিকার সুভাষচন্দ্র, কনাদ দাশগুপ্তর কলম

spot_img

Related articles

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...