Friday, January 2, 2026

শিলিগুড়ি পুরভোটে প্রজেক্ট কে? সিদ্ধান্ত বাম অন্দরে

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনে ফের একবার মেয়র পদে অশোক ভট্টাচার্যকে প্রজেক্ট করে লড়াইয়ের ইঙ্গিত দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার, শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে করে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিন প্রথমে দার্জিলিং জেলা কমিটির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে পুরসভা, মহকুমা পরিষদ নির্বাচন, জেলা কমিটি এবং আগামী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে বৈঠক করেন তিনি। শিলিগুড়ি পুরনিগম এবং মহকুমা পরিষদ নির্বাচনে বামফ্রন্ট, বাম সহযোগী রাজনৈতিক দল এবং কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোট একত্রিত করার বিষয়ে এদিন মূলত আলোচনা হয়েছে বলে সিপিআইএম সূত্রে খবর। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন সূর্যকান্ত মিশ্র, শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জীবেশ সরকার।

সূর্যকান্ত মিশ্র বলেন, মেয়র অশোক ভট্টাচার্য সহ শিলিগুড়ি বোর্ডের সদস্যরা বহু প্রতিকূলতা এবং বঞ্চনার পরেও মাথা উঁচু করে পরিচালনা করেছেন। এই বোর্ডকে ফের ক্ষমতায় আনার জন্য বিজেপি এবং তৃণমূল বিরোধী বৃহত্তর ঐক্য গঠনের কথা হয়েছে। অশোকবাবুরাই ফের ক্ষমতায় আসবেন বলে আশাবাদী সিপিআইএমের রাজ্য সম্পাদক। তবে, সময়মতো নির্বাচন হবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুরসভার পাশাপাশি মহকুমা পরিষদের জন্য তৈরি হতে বলা হয়েছে। প্রার্থী তালিকা জেলা কমিটি তৈরি করে রাজ্য কমিটির কাছে পাঠাবে। তবে বর্তমান বোর্ড যেভাবে কাজ করেছে সেই বোর্ডকেই ক্ষমতায় আনার সবরকম চেষ্টা করা হবে।
তৃণমূল সূত্রে খবর, পর্যটনমন্ত্রী গৌতম দেবকে মেয়র প্রজেক্ট করে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল। আর তৃণমূলের বিরুদ্ধে মেয়র পদে নতুন কোন মুখ বা হেভিওয়েট প্রার্থী দেওয়ার কথা না ভেবে অশোক ভট্টাচার্যকেই ফের একবার মেয়র পদে প্রজেক্ট করতে চায় বামেরা।

spot_img

Related articles

ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের...

অভিষেকের ব়্যাম্পে ‘ভূত’: এরকম বহু অভিযোগ, রিপোর্ট তলবে মেনে নিল কমিশন

অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে তার ভুল প্রতি পদক্ষেপে চোখে আঙুল দিয়ে...

আবার ক্রাউড ফান্ডিংয়ের গল্প! অনিকেতের সাফাইতে ধুইয়ে দিল তৃণমূল

জুনিয়র চিকিৎসকদের বাম-অতিবামপন্থী সংগঠন ছেড়ে বাংলার শাসকদল তৃণমূলের তোলা অভিযোগ প্রমাণ করেছিলেন অনিকেত মাহাত। তবে এবার এককভাবে ক্রাউড...

শিক্ষক নিয়োগ মামলা: প্রায় সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত (seize)...