শিলিগুড়িতে দাঁড়িয়ে গোর্খা ভাইদের আশ্বাস দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ১কোটি ২৫লক্ষ গোর্খা মানুষ রয়েছেন। তাঁরা প্রত্যেকে নিরাপদ। তাদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু জেনে রাখুন নেপাল থেকে যারা এসেছেন তাদের সঙ্গে ৫০বছর আগে চুক্তি হয়েছিল। তারা এখানে থাকা মানেই ভারতীয় নাগরিক। আর গোর্খারা চিরদিনই বিজেপির সঙ্গে রয়েছেন। পাশাপাশি শিলিগুড়ির ভোটে বিজেপির ‘মুখ’ নেই কেন জানতে চাইলে দিলীপ ব্যঙ্গ করে বলেন, আমাদের হাত,পা, মুখ সবই আছে। যাদের মুখ আছে বলে মনে হচ্ছে, তাদের মুখ পুড়েছে। এখন মুখ দেখানোর জায়গা নেই।
