কাশ্মীরে আটকদের মুক্তি দিন, বলল ট্রাম্প প্রশাসন

জম্মু-কাশ্মীরে বিনা অভিযোগে আটক রাজনৈতিক নেতা-নেত্রীদের অবিলম্বে মুক্তি দিন। মোদি সরকারকে সোজা ভাষায় বলল ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, মার্কিন স্বরাষ্ট্র দফতরের মুখ্য সহ-সচিব অ্যালিস ওয়েলস মনে করিয়ে দেন, কাশ্মীরে ইন্টারনেট কিছু জায়গায় চালু হয়েছে। ইতিবাচক দিক। কিন্তু বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দেশের নেতানেত্রীদের কাশ্মীরে প্রবেশের প্রবেশের অনুমতি থাক উচিত। আর যাদের বিনা কারণে আটক করা হয়েছে, তাদেরও মুক্তি দেওয়া উচিত। ফেব্রুয়ারিতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে মার্কিন স্বরাষ্ট্র দফতরের এই মন্তব্য নিশ্চিতভাবে দিল্লির প্রশাসনকে অস্বস্তি রাখবে।

আরও পড়ুন-বাড়ির পাশেই উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ, ফোন কলেই সূত্র খুঁজছে পুলিশ

Previous articleYOUTH FOR KOLKATA: যুবসমাজ কলকাতাকে কীভাবে দেখবে! শুনতে আগ্রহী মেয়র
Next articleদিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্রকে ৪৮ ঘণ্টার শাস্তি নির্বাচন কমিশনের