Friday, December 26, 2025

দিল্লি ভোটে সব হারানোর ভয়ে শাহিনবাগের সঙ্গে এবার বসতে রাজি মোদি

Date:

Share post:

ভোট বড় বালাই৷ দিল্লি-ভোটের আগেই শাহিন বাগ নিয়ে সুর নামালো বিজেপি৷

গত দুমাস ধরে শাহিন বাগে বসে থাকা প্রতিবাদীদের সম্পর্কে যা নয় তাই বলেছেন অমিত শাহ থেকে স্থানীয় নেতা পর্যন্ত ৷ দিল্লি ভোটে এই শাহিন বাগ এতটাই ফ্যাক্টর হয়ে উঠবে, তা সাধারন দিল্লিবাসী বুঝলেও, বিজেপির মেগাওয়েটরা ধরতে পারলেন এখন৷ ৭০ আসনের দিল্লি বিধানসভার সব আসনই হাতছাড়া হতে চলেছে এই শাহিনবাগ নিয়ে বিজেপির মনোভাবের কারনে৷ সে কারনেই বেশ কয়েক পা পিছিয়ে শাহিন বাগ প্রতিবাদীদের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশ করল নরেন্দ্র মোদির সরকার।
শনিবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করে জানিয়েছেন এই কথা। তিনি টুইটে লিখেছেন, “নরেন্দ্র মোদির সরকার শাহিন বাগের প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে চায়, CAA নিয়ে তাঁদের যাবতীয় সংশয় দূর করতে চায়।”

প্রতিবাদীরা প্রথম দিন থেকেই দাবি করে আসছেন, প্রধানমন্ত্রী শাহিনবাগে এসে তাঁদের সঙ্গে ‘চায়ে পে চর্চা’ করুন। কিন্তু এতদিন এই আবেদনের উত্তরে বিজেপি কখনও তাদের ‘গুলির মারা’র হুমকি দিয়েছে, কখনও ক্ষমতায় এলেই ‘শাহিনবাগ খালি করে দেওয়া’র হুঁশিয়ারি দিয়েছে৷ শাহিন বাগকে ‘পাকিস্তান’ বলে মেরুকরণের চেষ্টাও কম করেনি বিজেপি৷

গেরুয়া শিবিরের চৈতন্য হলো দু’মাস পর৷ বিজেপি বুঝেছে শাহিন বাগের প্রতিবাদের আঁচ বেশি লাগছে তাদের গায়েই৷ দিল্লি বিধানসভা নির্বাচন ৮ তারিখ৷ ভোটে যাতে শাহিন বাগের প্রভাব না পড়ে, তার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন গেরুয়া নেতারা। সব চেষ্টাই ব্যর্থ হয়েছে৷ তাই কার্যত মাথা নত করেই শাহিন বাগ প্রতিবাদীদের সঙ্গে বসতে চাইছেন মোদি৷

শাহিন বাগ কী করবে তা এখনও ঘোষনা করেনি৷

spot_img

Related articles

রাজ্যের সব দফতরেই EAP পোর্টাল: বাইরে থেকে আসা আর্থিক সহযোগিতার স্বচ্ছতায় জোর

রাজ্যের সব দফতরের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে সব দফতরের জন্য ইএপি পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার।...

শুভশ্রীর কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন!

’লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির একটি ইভেন্টে শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন। ২৫ ডিসেম্বর মুক্তি...

সাম্প্রদায়িক হিংসা-মৌলবাদী হামলার ঘটনা তীব্র নিন্দা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

সাম্প্রদায়িক হিংসা ও মৌলবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে (Bangladesh) প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানাল ‘দেশ...

চাপে সুপ্রিম কোর্টে বিডিও প্রশান্ত! দেরিতে হলেও গ্রেফতারি পরোয়ানার আবেদন পুলিশের

কলকাতা হাইকোর্ট স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের অভিযোগে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনকেই মূল অভিযুক্ত হিসাবে বিচার প্রক্রিয়া চালানোর...