সরকারি চাকরি পেতে পরীক্ষায় বদল

সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থাকে সরলিকরণ করার প্রস্তাব অর্থমন্ত্রীর। কী কী সেই পদক্ষেপ?

১. নন গেজেটেড পদের জন্য এবার একটাই পরীক্ষা।

২. সরকার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরি করবে।

৩. একটি পরীক্ষার পিছনে।সরকারের উদ্দেশ্য তরুণ প্রজন্মের যাতে অতিরিক্ত অর্থ ব্যয় না হয়।

৪. বিদেশি পড়ুয়া, যারা ভারতে পড়তে আসছেন, বিশেষত এশিয়া-আফ্রিকা থেকে, তাদের এবার ইন্ডো-সেট পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় পাশ করলে থাকছে স্কলারশিপ।

৫. ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ভারতে জেনারেল ক্যাটেগরির পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে।

আরও পড়ুন-দিল্লি ভোটে সব হারানোর ভয়ে শাহিন বাগের সঙ্গে এবার বসতে রাজি মোদি

Previous articleদিল্লি ভোটে সব হারানোর ভয়ে শাহিনবাগের সঙ্গে এবার বসতে রাজি মোদি
Next articleনিসপাল পরিবারে সুখবর শোনালেন কোয়েল