যানজট কাটাতে এ কী কাণ্ড পঞ্চায়েত প্রধানের!

যানজটে নাজেহাল কোন্নগরবাসী। সমস্যা কাটাতে এবার ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করলেন পঞ্চায়েত প্রধান। রাস্তার পাশে নর্দমা সংস্কারের কাজ হচ্ছে কোন্নগরের কানাইপুরে বরোবহেরা এলাকায়। ফলে বরোবহেরা নৈটি রোডে প্রতিদিনই যানজটের কবলে পড়ছেন পথচলতি মানুষ।

সোমবার সকালে যানজট কাটাতে রাস্তায় নামেন কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। পঞ্চায়েত প্রধানের এই ভূমিকায় খুশি স্থানীয়রা। দ্রুত সংস্কারের কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।