চিন সহ গোটা বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রোজই লাফিয়ে বাড়ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বে এই ভাইরাসের সংক্রমণে ভুগছেন এমন মানুষের সংখ্যা পৌঁছেছে কুড়ি হাজার চারশ আটত্রিশে। মৃত্যু ছাড়িয়েছে 450। এবার মৃত্যুর খবর পাওয়া গেছে হংকং থেকেও। এর আগে চিনের বাইরে ফিলিপিনসে একজনের মৃত্যু হয়েছে। চিনের বহু পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বহু দেশ। একাধিক আন্তর্জাতিক উড়ান চিনে যাতায়াত বন্ধ রেখেছে। প্রচুর আর্থিক ক্ষতির মুখে চিনও সর্বশক্তিতে করোনাভাইরাসের সমস্যা মোকাবিলায় লড়ে যাচ্ছে। যুদ্ধকালীন গতিতে এক সপ্তাহের মধ্যে নতুন নতুন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। অজানা ভাইরাসের সঙ্গে যুঝতে সমান তালে চলছে ভ্যাকসিন আবিষ্কারের গবেষণাও।
