আজ, শনিবার হঠাৎই ভূমিকম্পন অনুভূত হল রাজ্যের বেশকিছু অঞ্চলে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যে ৬টা ২০মিনিট নাগাদ মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। আলিপুরদুয়ারেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, ভূমিকম্পের উৎসস্থল অসমের বঙ্গাইগাঁও। এলাকা জুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এইসমস্ত এলাআকার বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।