টলি পাড়ার ভোটযুদ্ধে জিতল শাসক ঘনিষ্ঠরা

টলি পাড়ায় ভোটযুদ্ধে কারা জিতবেন? সকাল এগারোটার খবর তাতে জিতেছে শাসক দলের ঘনিষ্ঠ প্রতিনিধিরা। কার্যকরী সভাপতি পদে জিতেছেন শঙ্কর চক্রবর্তী। সাধারন সম্পাদক পদে অরিন্দম গঙ্গোপাধ্যায়। যুগ্ম সম্পাদক পদে শান্তিলাল ও সপ্তর্ষি রায় জয়ী হয়েছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সপ্তর্ষি। তিনি জিতেছেন ১৫০০ ভোটে।

প্রায় দু’হাজারের বেশি সদস্যের মধ্যে ভোট দেন প্রায় ১৯০০জন। গতবার ভোট পড়েছিল ৬০০। যোধপুর পার্ক বয়েজে ভোট হয়। এর আগে ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার্স আর্টিস্ট ফোরামের সভাপতি ছিলেন প্রসেনজিৎ। তিনি পদত্যাগ করেন। বিজেপি সমর্থিত প্রার্থীদের সঙ্গে শাসক গোষ্ঠীর ভোটের ব্যবধান প্রত্যেক আসনে অনেকটাই।