দিল্লিতে আপের বিরাট জয়ের কান্ডারি অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী নেতা-নেত্রীরা। বিজেপিকে হারানোর জন্য কেজরিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মেরুকরণের চেষ্টা করেছিল বিজেপি, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন বলেন, দিল্লিতে আপের জয়ে প্রমাণ হল মানুষের স্বার্থে প্রকৃত উন্নয়ন করলে নির্বাচনে জয় হবেই। কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন বিজেপিকে হারানোর জন্য আপকে অভিনন্দন জানিয়েছেন। কেজরিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুও।

আরও পড়ুন-দিল্লিতে কেজরি মডেলের জয়, বলল আপ