Friday, December 5, 2025

বিধানসভায় এ কী কাণ্ড! মনোজের দিকে তেড়ে গেলেন মোবাইল কানে তাপস!

Date:

Share post:

রাজ্য বিধানসভায় ধুন্ধুমার। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কার্যত হাতাহাতির উপক্রম হয় কংগ্রেসের চিফ হুইপ মনোজ চক্রবর্তীর সঙ্গে। এদিন বিধানসভার মধ্যে ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষুব্ধ বিরোধীরা আম্বেদকর মূর্তির সামনে এসে প্রতিবাদে ধরণা শুরু করে। তাঁদের দাবি, বিধানসভায় ক্ষমা চাইতে হবে তাপস রায়কে।

এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার সময় দেখা যায় যে বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সেই দফতরের কোনও মন্ত্রী নেই। বিরোধীরা দাবি করেন, সংশ্লিষ্ট মন্ত্রী ছাড়া এই প্রশ্নের কোনও অর্থ হয় না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে সহমত হয়ে মন্ত্রীদের ডেকে পাঠান। এমন সময় দেখা যায় পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় মোবাইল কানে বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকছেন। তাঁকে দেখেই মনোজ চক্রবর্তী বলেন, আপনি তো পরিষদীয় মন্ত্রী। আপনার মন্ত্রীরা নেই কেন? আর আপনি অধিবেশন কক্ষেই বা কেন মোবাইল নিয়ে ঢুকছেন? শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাপস। কার্যত রে-রে করে তেড়ে যান মনোজের দিকে। কার্যত মারধরের পরিস্থিতি। বিরোধীরা এসে পরিস্থিতি সামাল দেন। স্পিকার বলেন, এমন ঘটনা অনভিপ্রেত। এরপর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসে সব শুনে বলেন, এই ধরণের ঘটনা অনভিপ্রেত। কিন্তু সুজন চক্রবর্তী, মনোজ চক্রবর্তীরা দাবি জানান, তাপস রায়কে সভায় এসে ক্ষমা চাইতে হবে। যদিও তিনি তাতে রাজি হননি। প্রতিবাদে সভা থেকে ওয়াক আউট করে প্রতিবাদ ধরণায় বসেন বিরোধীরা। তাঁরা জানান, তাপস রায় ক্ষমা না চাওয়া অবধি তাঁরা সভায় ফিরে যাবেন না।

spot_img

Related articles

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...