Tuesday, August 26, 2025

কেজরিওয়ালের শপথে মমতা সহ কোনও মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ নয়, জানাল আপ

Date:

Share post:

জল্পনা ছিল। কিন্তু বাস্তবে না কি হতে চলছে অন্যরকম! খবর ছিল, ১৬ তারিখ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আপ সূত্রে খবর, রবিবাসরীয় শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। খুবই অনাড়ম্বরভাবেই আয়োজন হচ্ছে। ঘনিষ্ট মহলে আপ নেতা কেজরিওয়াল জানান, দিল্লির জনতাই তাঁকে মসনদে বসিয়েছেন। তাঁদের সাক্ষী রেখেই শপথ নিতে চান তিনি।

দিল্লিতে কেজরিওয়ালের জয় নিশ্চিত হতেই তাঁকে শুভেচ্ছা জানান বিজেপি বিরোধী শিবিরের নেতানেত্রীরা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান। টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়, কেজরিওয়ালের শপথেও তাঁরা আমন্ত্রণ পাবেন। এই তালিকায় ছিল ডিএমকে নেতা স্ট্যালিনের নামও। কিন্তু আম আদমি পার্টির দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই জানান, সাদামাটা ভাবেই হবে শপথ গ্রহণ। সেখানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা নেই।

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়াল যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তখন সেই মঞ্চে সিএএ-এনআরসি বিরোধী ঐক্যের প্রদর্শনী হবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আপ সূত্রে খবর, এটাই চাইছেন না কেজরিওয়াল। এমনকী, সিএএ-এনআরসি-র বিরোধিতা করে তিনি ক্ষমতায় এসেছেন, এটাও প্রতিপন্ন করতে চাইছেন না তিনি। প্রচারের সময়ও শুধুমাত্র সরকারের উন্নয়নমূলক কাজ ও তার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপ নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই ধারাই বজায় রাখতে চাইছেন কেজরিওয়াল। সেই কারণেই নিজের শপথে কোনও বিরোধী মুখ্যমন্ত্রী বা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ জানাবেন না তিনি। রাজনৈতিক মহলের অনুমান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে নিজেকে সব দিক থেকেই দূরে রাখতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন-উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

spot_img

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...