Thursday, November 13, 2025

পুলিশি বাধায় অমিত শাহের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন না শাহিনবাগের প্রতিবাদীরা

Date:

Share post:

মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তার তোয়াক্কা না করেই শনিবারের ঘোষণা মতো, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের দিকে মিছিল করে এগোতে থাকেন শাহিনবাগের প্রতিবাদীরা। কিন্তু পুলিশি বাধায় শেষপর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি। পরিস্থিতির মোকাবিলায় কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাসভবন আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।
শনিবার বিক্ষোভকারীদের তরফে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, রবিবার তাঁরা মিছিল করে অমিত শাহের বাসভবনে যাবেন। আবেদনে এটাও উল্লেখ করা হয়েছিল যে, ওই মিছিলে প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দেবেন। তবে সেই প্রস্তাব মেনে নেয়নি দিল্লি পুলিশ। এমনিতেই হাই সিকিওরিটি জোন কৃষ্ণ মেনন মার্গ। তবে পুলিশের প্রস্তাব উড়িয়ে দিয়েই এ দিন রাস্তায় নেমেছিলেন শাহিনবাগের প্রতিবাদকারীরা। জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। পোস্টার ও ব্যানারের পাশাপাশি বিআর অম্বেডকরের ছবিও দেখা যায় মিছিলে।কিন্তু অমিত শাহের বাসভবনের অনেক আগেই পুলিশি ব্যারিকেডে আটকে যান তারা। পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়{ যদিও পুলিশ তাদের এগোতে দেয়নি।
গত সপ্তাহেই একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, সিএএ-এনআরসি সংক্রান্ত কোনও বিষয়ে যদি কেউ তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান তা হলে তিন দিনের মধ্যে তিনি তা করতে প্রস্তুত। তবে সে জন্য তাঁর দফতরের কাছে সময় চাইতে হবে আলোচনাকারীকে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...