Wednesday, November 26, 2025

আট লক্ষের ঘর, সঙ্গে থাকছেন ট্রাম্পের মেয়েও

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসছেন। তাঁর জন্য আট লক্ষের ঘর সাজাচ্ছে মোদি সরকার। আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে আসছেন তিনি। শোনা যাচ্ছে ট্রাম্প কন্যা ইভাঙ্কাও আসছেন। দিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে মোদি সরকার। যার রাতপ্রতি ঘর ভাড়া আট লক্ষ টাকা। ওই হোটেলের সবচেয়ে দামী ঘর ‘চাণক্য সুইট’-এ রাত্রিযাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এই ভারত সফরে গুজরাটে মাত্র তিন ঘন্টা খাকবেন ট্রাম্প। তাই প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হয়ে গিয়েছে বলে খবর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা হিসাবে কাজ করেন ইভাঙ্কা। সেই কারণেই শেষ মুহূর্তে অতিথিদের তালিকায় নাম যোগ হল ট্রাম্প কন্যার। পাশাপাশি অপর পরামর্শদাতা জ্যারেড কুশনারও ভারত সফরে আসবেন ট্রাম্পের সঙ্গী হয়ে। যদিও সুপ্রীম কোর্টের নির্দেশে তাজমহলে ঢুকতে পারবে না ট্রাম্পের গাড়ি। দূষণের কারণে তাজমহলের ৫০০ মিটার দূরে গাড়ির কনভয়কে থামাতে হবে। ফলে ব্যাটারি গাড়ি করেই পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখবে ট্রাম্প পরিবার।

ট্রাম্পের এই সফর ঘিরে অনেক আশা নিয়ে আছে কেন্দ্রের মোদি সরকার। যদিও সম্প্রতি ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ভাল নয়। তবে এই সফরে কোনও খামতিই রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার। ২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাটের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে।  ‌বিদেশ মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৫ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁরা রাজঘাটে যাবেন।

আরও পড়ুন- বিস্ফোরক মোদির মন্ত্রী, মুসলিমদের নিয়ে এ কী বললেন!

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...