পুনমের ভেল্কিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত

পুনম যাদবের ভেল্কিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন পুনম। হেইনস ও পেরিকে পর পর দু’বলে ফেরানোর পরে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু জোনাসেনের সহজ ক্যাচ ফেলে দেন উইকেটকিপার ভাটিয়া। দিনের শেষে পুনমের নামের পাশে লেখা ৪-০১৯-৪। শিখা পাণ্ডে নেন ৩টি উইকেট। অজিদের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে।
শুক্রবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শেফালি ভার্মা (২৯), দীপ্তি শর্মা (৪৯) রান পাওয়ায় ভারত ২০ ওভারে করে চার উইকেটে ১৩২ রান। স্মৃতি মান্ধানা করেন মাত্র ১০ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর ২ রানের বেশি করতে পারেননি।
টি টোয়েন্টি ক্রিকেটে ১৩২ রান করে ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। দিনের শেষে হরমনপ্রীতের মুখে হাসি ফোটান পুনম। তাঁর স্পিনেই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। পুনমের গুগলি, ফ্লাইট বুঝতেই পারেননি অজি ব্যাটসম্যানরা।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হিলি ৫১ রান করেন। পুনমের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হিলির পাশাপাশি গার্ডনারও (৩৪) রান পান। বাকিরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

 
Previous articleপাকিস্তানপন্থী স্লোগান, রাষ্ট্রদ্রোহের মামলা যুবতীর বিরুদ্ধে
Next articleআট লক্ষের ঘর, সঙ্গে থাকছেন ট্রাম্পের মেয়েও