Monday, November 10, 2025

‘মুজিববর্ষ’-এ ১০০ টাকা মূল্যের সোনা ও রুপোর স্মারক মুদ্রা আনছে হাসিনা সরকার

Date:

Share post:

বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষে উন্নয়নের নয়া মাইলস্টোন ছোঁওয়ার লক্ষ্যে বাংলাদেশ। পদ্মাসেতু-সহ বহুমুখী উন্নয়ন প্রকল্পের কাজ জোরকদমে চলছে। এরই মধ্যে পদ্মাসেতুর প্রায় ৪ হাজার মিটারের কাজ শেষ হয়ে গিয়েছে। দ্রুত গতিতে চলছে খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ। মুজিববর্ষে বিদ্যুতের আলোয় আলোকিত হবে হাজারো ঘর। মুজিববর্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বাজারে আসছে ১০০ টাকা মূল্যের সোনা ও রুপোর স্মারক মুদ্রা। পাশাপাশি চালু হচ্ছে ২০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট।

এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর সিরাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণমুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্য মুদ্রা তৈরি করা হচ্ছে। আরও থাকছে ২০০ টাকা মূল্যমানের সাধারণ নোট।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বর্ষ উদ্‌যাপন করা হবে। করাচির জেল থেকে থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু। সেদিন বিকেলে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে বঙ্গবন্ধু নামার পর পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের ক্ষণ গননা শুরু হয়েছে৷কয়েক বছর আগেই স্বল্পোন্নত দেশের (LDC) গণ্ডী পেরিয়ে উন্নয়নশীল দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। আর্থিক বৃদ্ধির হারের নিরিখে তারা ভারত, পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশকে পিছনে ফেলে দিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের এই মুহূর্তে জিডিপি সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের গড় অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে ৮.১৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...