টি টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে হরমনপ্রীতরা পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমি ফাইনালে। এ নিয়ে বিশ্বকাপে লাগাতার তিনটি ম্যাচ জিতল ভারতের মহিলা ক্রিকেটদল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ব্যাটে বলে ধূলিসাৎ করে দেওয়ার পর, তৃতীয় ম্যাচেও চলল ভারতের দাপট।

টস জিতে এ দিন নিউজিল্যান্ড বলিং এর সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ভারত আট উইকেটে ১৩৩ রান করে। এ দিন ওপেনার শেফালি ভার্মা ভাল রান করেন ৩৪ বলে ৪৬ রান, এর মধ্যে ছিল চারটি চার ও তিনটি ছয়। বুধবারই সতীর্থ স্মৃতি মান্ধানা শেফালির প্রশংসা করে বলেন, শেফালি বদলে দিয়েছেন দলকে।

শেফালি রান পেলেও মান্ধানা এ দিন ১১ রান করেন। তিন নম্বরে নামা তানিয়া ভাটিয়া ২৫ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারও রান পায়নি। অধিনায়ক হরমনপ্রীত কউর এ দিনও ব্যর্থ। ব্যাটসম্যানরা ভাল রান না পাওয়ায় ভারত তোলে আট উইকেটে ১৩৩ রান।

টি টোয়েন্টির হিসাবে বিচার করলে এই রান সংখ্যা খুব একটা বেশি নয়।কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনতে হলে শুরু থেকে উইকেট তোলা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। সেই কাজটাই করেন পুনম যাদব, শিখা পাণ্ডেরা।

২০ ওভারে কিউয়িরা তোলে ছ’উইকেটে ১২৯ রান।টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ এ-তে ভারত এখন ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে এ দিন শেষ চারে গেল ভারত।

আরও পড়ুন-সেমি ফাইনালে ফিরতে মরিয়া অভিমন্যু, পাশে আকাশদীপ
