Sunday, January 11, 2026

৩ ম্যাচে লাগাতার জয়, বিশ্বকাপের শেষ চারে ভারতের প্রমীলা বাহিনী

Date:

Share post:

টি টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে হরমনপ্রীতরা পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমি ফাইনালে। এ নিয়ে বিশ্বকাপে লাগাতার তিনটি ম্যাচ জিতল ভারতের মহিলা ক্রিকেটদল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ব্যাটে বলে ধূলিসাৎ করে দেওয়ার পর, তৃতীয় ম্যাচেও চলল ভারতের দাপট।

টস জিতে এ দিন নিউজিল্যান্ড বলিং এর সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ভারত আট উইকেটে ১৩৩ রান করে। এ দিন ওপেনার শেফালি ভার্মা ভাল রান করেন ৩৪ বলে ৪৬ রান, এর মধ্যে ছিল চারটি চার ও তিনটি ছয়। বুধবারই সতীর্থ স্মৃতি মান্ধানা শেফালির প্রশংসা করে বলেন, শেফালি বদলে দিয়েছেন দলকে।

শেফালি রান পেলেও মান্ধানা এ দিন ১১ রান করেন। তিন নম্বরে নামা তানিয়া ভাটিয়া ২৫ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারও রান পায়নি। অধিনায়ক হরমনপ্রীত কউর এ দিনও ব্যর্থ। ব্যাটসম্যানরা ভাল রান না পাওয়ায় ভারত তোলে আট উইকেটে ১৩৩ রান।

টি টোয়েন্টির হিসাবে বিচার করলে এই রান সংখ্যা খুব একটা বেশি নয়।কিউয়িদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনতে হলে শুরু থেকে উইকেট তোলা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। সেই কাজটাই করেন পুনম যাদব, শিখা পাণ্ডেরা।

২০ ওভারে কিউয়িরা তোলে ছ’উইকেটে ১২৯ রান।টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ এ-তে ভারত এখন ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে এ দিন শেষ চারে গেল ভারত।

আরও পড়ুন-সেমি ফাইনালে ফিরতে মরিয়া অভিমন্যু, পাশে আকাশদীপ

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...