Thursday, November 13, 2025

“দিল্লি-হিংসার প্রতিবাদ করে শাহের সঙ্গে বৈঠক বাতিল করুন!” মমতাকে বার্তা অধীরের

Date:

Share post:

“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অযোগ্যতা এবং ব্যর্থতার জন্যই দিল্লির হিংসায় এত মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ আহত৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শাহের সঙ্গে বৈঠক বাতিল করা। বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিই ধর্মনিরপেক্ষতার প্রতীক হন, তবে এই বৈঠক উনি বাতিল করুন।”

দিল্লির হিংসার প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুরোধ করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি।

শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও চার মুখ্যমন্ত্রী ৷ মূল বৈঠকের আগে বা পরে শাহ-মমতা একান্ত বৈঠক হবে কি’না, তা এখনও জানা যায়নি৷

অমিত শাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সমালোচনা করে অধীর চৌধুরি বৃহস্পতিবার বলেছেন, “দিল্লি জ্বলছে, দেশজুড়ে এখন দিল্লির হিংসাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লিতে কাজ করতে আসা বাংলার মানুষও রাজধানী ছেড়ে পালাচ্ছে। এমন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ওডিশায় রয়েছেন। দিল্লির ষড়যন্ত্র নিয়ে মুখ খুলছেন না। দিল্লি নিয়ে নিন্দা করছেন না। দিল্লির হিংসার সময় এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতে বসে থাকলেন”।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি পুরী যান। সেখানে জগন্নাথ মন্দিরে পুজো দেন। শুক্রবার শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। ওদিকে ভুবনেশ্বর- বৈঠকের পর রবিবার BJP-র কর্মসূচিতে যোগ দিতে অমিত শাহ আসবেন কলকাতায়৷

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...