Friday, December 19, 2025

“দিল্লি-হিংসার প্রতিবাদ করে শাহের সঙ্গে বৈঠক বাতিল করুন!” মমতাকে বার্তা অধীরের

Date:

Share post:

“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অযোগ্যতা এবং ব্যর্থতার জন্যই দিল্লির হিংসায় এত মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ আহত৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শাহের সঙ্গে বৈঠক বাতিল করা। বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিই ধর্মনিরপেক্ষতার প্রতীক হন, তবে এই বৈঠক উনি বাতিল করুন।”

দিল্লির হিংসার প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুরোধ করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি।

শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও চার মুখ্যমন্ত্রী ৷ মূল বৈঠকের আগে বা পরে শাহ-মমতা একান্ত বৈঠক হবে কি’না, তা এখনও জানা যায়নি৷

অমিত শাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সমালোচনা করে অধীর চৌধুরি বৃহস্পতিবার বলেছেন, “দিল্লি জ্বলছে, দেশজুড়ে এখন দিল্লির হিংসাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লিতে কাজ করতে আসা বাংলার মানুষও রাজধানী ছেড়ে পালাচ্ছে। এমন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ওডিশায় রয়েছেন। দিল্লির ষড়যন্ত্র নিয়ে মুখ খুলছেন না। দিল্লি নিয়ে নিন্দা করছেন না। দিল্লির হিংসার সময় এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতে বসে থাকলেন”।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি পুরী যান। সেখানে জগন্নাথ মন্দিরে পুজো দেন। শুক্রবার শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। ওদিকে ভুবনেশ্বর- বৈঠকের পর রবিবার BJP-র কর্মসূচিতে যোগ দিতে অমিত শাহ আসবেন কলকাতায়৷

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...